নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গুলিবিদ্ধ হয়ে শফিক মিয়া (২৮) নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নিহতের চাচাতো ভাই আবু হানিফ বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহসিন। মামলার এজাহারে আবু হানিফ অভিযোগ করেন, গত ৪ আগস্ট তার চাচাতো ভাই শফিক মিয়া শেরপুর থেকে তার কাঁচপুরে সেনপাড়ার বাসায় বেড়াতে আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পন্ড করতে আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা কাচপুরে জড়ো হয়ে অস্ত্রশস্ত্র, দেশীয় লাঠিসোটা নিয়ে ছাত্র জনতার উপর এলোপাথাড়ি গুলি ছুড়ে। এতে তার চাচাতো ভাই সিনহা গার্মেন্টসের সামনে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।