বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্র বানাতে চায় ভারত : চরমোনাই পির
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি
নতজানু সরকারের পতনের ক্ষোভে ভারত এখন বাংলাদেশকে পঙ্গুরাষ্ট্র বানাতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আধিপত্যবাদী ভারত কৃত্রিম বন্যার সৃষ্টি করে দিল্লির ক্রীতদাস খুনি হাসিনার পরাজয়ের পর বাংলাদেশের মজলুম জনসাধারণের ওপর প্রতিশোধ নিচ্ছে। ভারতকে অচিরেই এর উচিত জবাব দিতে হবে। গতকাল শনিবার বেলা ১১টায় নোয়াখালীতে বন্যাদুর্গতদের দেখতে এসে মাইজদী সুপার মার্কেটের সামনে আয়োজিত দলীয় সমাবেশে এসব কথা বলেন চরমোনাই পির। চরমোনাই পির অভিযোগ করে বলেন, ‘প্রতিবেশী ভারত আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা এ দেশকে একটি নতজানু, তাবেদার ও পঙ্গুরাষ্ট্র হিসেবে দেখতে চায়। তারা পরিকল্পিত পানি আগ্রাসনে মেতে উঠেছে। আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করেছে। আমরা আন্তর্জাতিক আদালতে পানির ন্যায্য হিস্যাসহ এসবের বিচার চাই।’ সৈয়দ রেজাউল করিম বলেন, ‘বিপ্লবের পর দেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তরুণদের অর্জিত স্বাধীনতা কেড়ে নিতে চাইছে হায়েনারা। জনগণকে সজাগ থাকতে হবে। টেকসই গণতন্ত্র অর্জিত না হওয়া পর্যন্ত সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।’ বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখা সমাবেশের আয়োজন করে। এ সময় বন্যাদুর্গদের মাঝে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সমাবেশে দলের জেলা সভাপতি মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জেলা সহ-সভাপতি মাওলানা ইউসুফ ভূঁইয়া, মাওলানা ফিরোজ আলম, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন হারুন, মুদ্দাচ্ছির হোসাইন, কাউসার আহমাদ, আবদুল মুকিত, দিদার হোসাইন প্রমুখ।