দেশ জাতি ও জনগণের শত্রু দুর্নীতিবাজ, ব্যাংকের টাকা আত্মসাৎকারী ও অর্থ পাচারকারীদের বিচারে কঠোর আইন প্রণয়ন ও বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট দাবি জানিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান বলেছেন, দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংকিং খাতে লুটপাট ও নৈরাজ্য এবং খেলাপি ঋণের পাহাড় দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে ফেলছে। দেশ ও জনগণের স্বার্থে এই দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। গতকাল শনিবার সকালে শেরপুর জেলা শহরের একটি হোটেলে অনুষ্ঠিত ইসলামী গণতান্ত্রিক পার্টির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান আরো বলেন, দুর্নীতি সর্বত্রই সুশাসন, উন্নয়ন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করে। দুর্নীতিবিরোধী কঠোর আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দ্বারাই কেবল সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায্যতা নিশ্চিত করা যায়। তাই দুর্নীতিবিরোধী আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি না করে দুর্নীতিকে লাগামহীনভাবে চলতে দেয়া যায় না।
হাফেজ মুহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের অতিরিক্ত মহাসচিব মো. ওমর ফারুক। বক্তব্যে রাখেন জেলা শাখার নেতারা। সভায় হাফেজ মুহাম্মদ জিয়াউল হককে আহ্বায়ক, মুফতি মেহেদী হাসানকে যুগ্ম আহ্বায়ক ও হাফেজ মাওলানা আব্দুল মান্নানকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট ইসলামী গণতান্ত্রিক পার্টির শেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।