শহীদের স্মারণে দোয়া ও নগদ অর্থ প্রদান
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মারণে দোয়া ও শহীদ পরিবারের নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাতক্ষীরার চারজন শহীদ পরিবারকে নগদ ১ লাখ টাকা করে অর্থ প্রদান করেন, প্রধান অতিথি দলটির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুফতী রবিউল বাশারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা মহানগরের সাবেক আমীর মাওলানা আবুল কালাম আজাদ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী, খুলনা জেলা জামায়াতের আমীর ইমরান হুসাইন, খুলনা অঞ্চলের সদস্য মাস্টার শফিকুল আলম, সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শেখ নুরুল হুদা, ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমামুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহ-সমন্বয়ক নাজমুল হাসান রনিসহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। প্রধান অতিথি এসময় বলেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচার আওয়ামী সরকারের যে প্রেতাত্মারা বসে আছে তাদের অপসারণ না করা পর্যন্ত নির্বাচনের জন্য ধৈর্য্য ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত দেশ পুনর্গঠন না হবে ততদিন পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়ে সহযোগিতা করতে চাই। বিগত দিনে আওয়ামী লীগেরই লোকজন হিন্দু ভাইদের ঘরবাড়ি, জায়গা জমি দখল করে লুটপাট ও মন্দির ভাঙচুর নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। তিনি এসময় শহীদ পরিবারের মাঝে যে সহযোগিতা দেয়া হয়েছে তা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান।