আরো দ্রুত নাগরিক সেবা দেয়ার প্রচেষ্টা থাকবে

দক্ষিণের প্রশাসক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকদের সুচারুভাবে আরো দ্রুততার সঙ্গে সেবা দেয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ড. মহ. শের আলী। গতকাল বিকালে রাজধানীর দয়াগঞ্জ মোড় সংলগ্ন বর্জ্য সংগ্রাহক আধার (কনটেইনার) পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রশাসক ড. মহ. শের আলী বলেন, ছাত্র-জনতার রক্তদানের মাধ্যমে (গঠিত সরকারের কাছে) সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তারা চায় সিটি কর্পোরেশন যেভাবে নাগরিক সেবা দিচ্ছিল সেটি আরো উন্নতভাবে দেয়ার জন্য। এ প্রেক্ষাপটে আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করছি। আমরা কিছু সমস্যা দেখেছি। সেগুলো আমরা অতিক্রম করতে চাই। আমরা যেসব সেবা নাগরিকদের দিয়ে থাকি সেগুলো আরো সুন্দর, সুচারুভাবে ও দ্রুততার সঙ্গে দেয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে।