বিগত কয়েকদিন যাবত ধরে বন্যায় ভাসছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। অতিবৃষ্টির ফলে ভারতের ত্রিপুরা রাজ্যের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় তলিয়ে গেছে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-কসবা উপজেলা। দুই উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় সোয়া লাখ মানুষ। এসব মানুষের পাশে দাড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এক্ষেত্রে ব্যতিক্রম নয় ‘চেঞ্জ মেকারস’ সংগঠন। আখাউড়া উপজেলার উমেদপুর, বাউতলা ও রাজেন্দ্রপুর এলাকায় প্রায় দুইশতাধিক পরিবারে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটি। চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট ইত্যাদি শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন, ঔষধ ও স্যানেটারি ন্যাপকিন মানুষের মাঝে যথাযথভাবে বিতরণ করেছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। চেঞ্জ মেকারস এর দায়িত্বশীল শাহ মো. তানজিল বলেন, বন্যার্তদের মাঝে যথাযথভাবে ত্রাণ পৌঁছে দিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। ইনশাআল্লাহ, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও চেঞ্জ মেকারস টিম কাজ করবে। তিনি এ কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। সংগঠনটির আরেক দায়িত্বশীল আহমেদ আল মানসুর জানান, চেঞ্জ মেকারস এর মুখ্য উদ্দেশ্য হলো মানবতার সেবা করা। মানবতার সেবায় যে কোনো কাজে চেঞ্জ মেকারস অগ্রণী ভূমিকা পালন করবে। সবাইকে তাদের পাশে থাকার অনুরোধ জানান তিনি।