ময়মনসিংহের মুক্তাগাছা থেকে প্রকাশিত ও কথাসাহিত্যিক সেলিম সাইফুল সম্পাদিত শিল্পসাহিত্যের ছোটকাগজ ও ওয়েবম্যাগ ‘শীর্ষবিন্দুর পক্ষ থেকে এ বছর চারজন কবি ও কথাসাহিত্যিকদের গুণিজন সম্মাননা দেয়া হচ্ছে। সাহিত্যে অবদানের জন্য যারা সম্মাননা পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার ও ফিলিপস সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক নাসরীন জাহান, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও সংবেদ-এর সম্পাদক পারভেজ হোসেন, কবি আশরাফ আহমদ এবং কবি আশরাফ মীর। আগামী ৩০ আগস্ট দিনব্যাপী মুক্তাগাছা সমবায় আঞ্চলিক ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের শীর্ষবিন্দু গুণিজন সম্মাননা প্রদান করা হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবি লায়ন আলহাজ মোহাম্মদ আবদুর রশিদ। বিশেষ অতিথি থাকবেন মুক্তাগাছা সরকারি শহীদ স্মৃতি কলেজের সহযোগী অধ্যাপক কবি কাজী নাসির মামুন, শীর্ষবিন্দুর উপদেষ্টা সমাজসেবক আকরাম হোসেন রাজু ও রুহুল আমিন। শীর্ষবিন্দু গুণিজন সম্মাননা ও সাহিত্য সম্মেলনে গ্রন্থালোচনা করবেন সরকারি মমিনুন্নিসা মহিলা কলেজের সহকারী অধ্যাপক কবি ও প্রাবন্ধিক আল মাকসুদ, আনন্দমোহন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক কবি শামীম ছিদ্দিকী, গল্পকার ও অনুবাদক শাখাওয়াত বকুল এবং কবি সাইদ ইসলাম। সভাপতিত্ব করবেন শীর্ষবিন্দুর সম্পাদক কবি ও গল্পকার সেলিম সাইফুল। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর।