বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণ ও বন্যাকবলিত মানুষের নাজাতের জন্য একটি দোয়া অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে জামায়াতের ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যার দিকে ভাটখালী ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে। হামলায় আহত মাওলানা তাজুল ইসলাম (৪৯), মো. মাহাবুব সরদার (৬২), মো. দেলোয়ার খান (৫৫), মো. তারিকুল ইসলাম (২২), মো. আজিজুল ইসলাম (৩০), মো. রিয়াজুল ইসলাম (২৪) কাজী মহিবুল্লাহ, মো. শাহজালাল, রেদোয়ান হাওলাদার, মুকুল শেখ, মারুফ শেখ, শাওন শেখ, ডালিম শেখ, আকাশ শেখ, ফয়সাল শেখ, আরিফ হাওলাদার ও রমজান শেখকে রাত ৮টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে অতর্কিত হামলার ঘটনায় রোববার রাত ৯টায় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নেতাকর্মীরা বলেন, দোয়া অনুষ্ঠানের শেষ পর্যয়ে তবারক বিতরণ কালে ১০-১২ জনের একটি দুর্বৃত্তের দল হাতুড়ী, রাম দা, লোহার রড ও দেশীয় ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়। এরা বিভিন্ন জায়গায় ওৎপেতে তিন দফায় হামলা চালায়। মাথায় আঘাত পাওয়া ৩ জনকে দ্রুত সিটি স্ক্যান করার জন্য খুলনা চিকিৎসা নেয়ার পরামর্শ দেন মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এদিন ইউনিয়নভিত্তিক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন পুটিখালী ইউনিয়ন জামায়াতের আমীর মো. নাজির আহমেদ।