দেশের অর্থনীতিকে টেকসই করতে পাটের বিকল্প নেই
বললেন আনু মুহাম্মদ
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের অর্থনীতি টেকসই করতে পাটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহম্মদ। গতকাল মঙ্গলবার ‘রাষ্ট্রায়ত্ত পাট খাত চালু: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারের তিনি এই মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এই সেমিনারের আয়োজন করে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। পাট খাতকে গুরুত্ব না দিয়ে নতুন বাংলাদেশে টেকসই অর্থনীতি তৈরি করা সম্ভব নয় মন্তব্য করে সেমিনারে আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশকে যদি নতুন দেশ হিসেবে দাঁড় করাতে হয়, তাহলে পাটকে কেন্দ্র করেই তা করতে হবে। বাংলাদেশের অর্থনীতিকে টেকসই করতে পাটের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, পাট এবং পাটকলের সাথে অনেক শ্রমিকের যেমন ভাগ্য জড়িত, ঠিক তেমনি দেশের মানুষের এবং অর্থনীতির নিবিড় সম্পর্ক রয়েছে। স্বাধীনতার পর থেকে এমন কেউ আসেনি যারা পাট খাতকে গুরুত্ব দিয়ে কোনো নীতিমালা তৈরি করেছে। সব সরকারই পাট খাতকে গুরুত্ব কম দিয়েছে। তিনি আরো বলেন, শুরু থেকেই যদি পাটকে আমরা প্রধান শিল্প হিসেবে চিন্তা করতাম, তাহলে সারা পৃথিবীতে পরিবেশবান্ধব শিল্প হিসেবে বাংলাদেশ একটি মডেল হতো। এখন নতুন একটা ঝুঁকি নিতে হবে। গবেষণা করতে হবে। সাথে সাথে মুনাফা আসবে না এই খাতে।