হত্যা মামলায় চারজনের আমৃত্যু যাবজ্জীবন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দোকান কর্মচারী শামীম হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। তারা হলো, সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার ২ নম্বর গলির সাইফুল সেখের ছেলে ইসমাইল সেখ, ফরহাদ সেখের ছেলে রবিন সেখ, ফরিদ সেখের ছেলে নাহিদ সেখ ও আলম সেখের ছেলে আব্দুল মোমিন। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ কারাদণ্ডাদেশ দেন। ওই আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০১৬ সালের ২৫ জুন সকালে বাকি টাকা সংগ্রহ করতে সিরাজগঞ্জ শহরের আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামীম উল্লাপাড়া বাজারের বিভিন্ন দোকানে যায়। ওইদিন রাতে মালিকের ছেলে রুহুল আমিনের সঙ্গে মোবাইলে তার সর্বশেষ কথা হয় এবং তাকে বহু খোঁজাখুজিঁর পর সন্ধান মেলেনি। পরদিন রাতে উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া গ্রামের মাঠের মধ্যে থেকে শামীমের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।