ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাঁধের কালভার্ট ভেঙে এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা

বাঁধের কালভার্ট ভেঙে এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা

কালীগঞ্জের ঘলঘেষিয়া নদীর বাঁশতলা এলাকায় ওয়াপদা বাঁধের ভাঙা কালভার্ট এর কবলে ভেড়িবাঁধ ঝুঁকির মধ্যে পতিত, ব্যক্তি উদ্যোগে নির্মিত পুরাতন এ কালভার্ট তৈরির দাবি উঠছে। স্বরেজমিনে দেখা যায় বাঁশতলা বাজার হইতে ছাত্তার মোড়লের বাড়ি অভিমূখে ওয়াপদা রাস্তা ফুটা করে ১৫-২০ বছর পূর্বে ব্যক্তি উদ্যোগে নির্মিত কালভার্টটি ভেঙে নষ্ট প্রায়। তার পরেও নীলকণ্ঠপুরের আব্দুল জলিল, পিং- বদর উদ্দীন ভগ্ন প্রায় কালভার্ট দিয়ে পার্শবর্তী নীলকণ্ঠপুর মৌজার প্রায় ৪ শত বিঘা মৎস্য প্রকল্পের জমিতে পানি উঠানো- নামানো অব্যাহত রেখেছে। ফলে ওয়াপদা বাঁধটি ওই স্থানে চেপে বসে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। নদীর পানি বৃদ্ধি হলে যে কোনো মুহূর্তে বাঁধটি ভেঙে বিস্তির্ণ এলাকা প্লাবিত হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত