ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

জনপ্রশাসনে স্থবিরতা ও অস্থিরতা দ্রুত নিরসন করুন

ইসলামী গণতান্ত্রিক পার্টি
জনপ্রশাসনে স্থবিরতা ও অস্থিরতা দ্রুত নিরসন করুন

ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে বিগত সরকার বিদায় নেয়ার পর জনপ্রশাসনে যে স্থবিরতা ও অস্থিরতা সৃষ্টি হয়, তা এখন প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে মাঠ প্রশাসন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সরকার পরিবর্তন হলে জনপ্রশাসনে অস্থিরতা এদেশে নতুন নয়। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার দুই সপ্তাহের অধিক সময় অতিক্রান্ত হলেও জনপ্রশাসনে স্থবিরতা ও অস্থিরতা কোনো শুভ সঙ্কেত নয়। তাই দ্রুত এ অবস্থার নিরসন হওয়া দরকার। বিরাজমান অবস্থায় জনপ্রশাসনে বদলি ও পদোন্নতির ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে খেয়াল রাখতে হবে একটি নগ্ন দলীয়করণের পরিবর্তে আরেকটি দলীয়করণের ঘটনা যেন না ঘটে। গতকাল বিকালে রাজধানীর টিকাটুলিতে অনুষ্ঠিত ইসলামী গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সম্পাদক মন্ত্রীর সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান আরো বলেন, আমরা মনে করি বিগত সরকারের নগ্ন দলীয়করণে বিধ্বস্ত প্রশাসনের কাঙ্ক্ষিত সংস্কার যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়াই বাঞ্ছনীয়। সরকারি বিভিন্ন সংস্থার বঞ্চিত ও বিক্ষুব্ধ কর্মীরা যদি দেখেন প্রতিটা নিয়োগ, বদলি ও পদোন্নতি হচ্ছে প্রশাসনিক বিধিমালা মেনে, তাহলে তারা সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে অস্থির না হয়ে নিশ্চয়ই অপেক্ষা করবেন। অস্থির হয়ে প্রশাসনের প্রাণকেন্দ্রে প্রতিদিন দাবি নিয়ে সভা সমাবেশ সুষ্ঠু কর্মপরিবেশের জন্য সহায়ক নয়। দেশের বিশিষ্টজনদের নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমস্যাটি গুরুত্ব ও গভীরতা উপলব্ধি করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান আহ্বান জানান। অতিরিক্ত মহাসচিব মো. ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, জগদীশ সরকার, মো. মামুন পারভেজ, যুগ্ম মহাসচিব মাওলানা সামসুল ইসলাম, শীলা হালদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত