দেশের চলমান বন্যা পরিস্থিতি নদী সুরক্ষার দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নদীর দখল দূষণের পাশাপাশি নাব্যতা সংকট দৃশ্যমান। বিগত আওয়ামী সরকারের আমলে নদী খননের জন্য এক হাজার কোটি টাকার বাজেট প্রদান করা হয়। কিন্তু বাজেটের টাকা নদী খনন করার পরিবর্তে হরি লুট করা হয়েছে। বিশেষ করে নদী খননের জন্য নদী বড় করার পরিবর্তে নদীর দুই পাশকে সংকুচিত করা হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনসচেতনতা তৈরি ও পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরতে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ সুরক্ষায় বিভিন্ন সংগঠন, গবেষক ও গণমাধ্যম কর্মীরা নিজ নিজ কর্মক্ষেত্র থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রতিবছর সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিবেশ খাতে অবদান রাখায় বিশিষ্ট নাগরিকদের গ্রিনম্যান অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এ বছর পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদান রাখা ৮ বিশিষ্ট নাগরিককে আগামী ১ সেপ্টেম্বর ২০২৪ইং রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার জহুর হোসেন মিলনায়তনে সম্মাননা স্মারক প্রদান করা হবে। ৮ বিশিষ্ট নাগরিকের মধ্যে রয়েছেন ৪ গবেষক ও ৪ গণমাধ্যম কর্মী। ডক্টর মুজিবুর রহমান হাওলাদার যিনি বাংলাদেশ নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে নদী শাসন, নদী পুনরুদ্ধার ও দূষণের কবল থেকে রক্ষা করতে যথাসাধ্য চেষ্টা করেছেন। বাজেট ও ক্ষমতা পর্যাপ্ত না থাকায় কিছুটা সফল হয়েছেন তিনি।