ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় ও আঞ্চলিক সংলাপ করবে সিজিএস

টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় ও আঞ্চলিক সংলাপ করবে সিজিএস

বাংলাদেশে টেকসই গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সংলাপের আহ্বান জানিয়েছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিস (সিজিএস)। এসব সংলাপ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রতিষ্ঠা ও এর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে প্রতিষ্ঠানটি। আগামী পাঁচ মাসের মধ্যে জাতীয় পর্যায়ে আটটি সংলাপ করবে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ বলেন, সিজিএস জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত প্রতিটি সংলাপের আলোচনা ও নির্দিষ্ট সুপারিশের সারসংক্ষেপ সবার জন্য প্রকাশ করবে। সেই সঙ্গে গণমাধ্যমের মাধ্যমে তা সকলের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করবে। তিনি আরো বলেন, রাষ্ট্রের পুনর্গঠনের কাজ জরুরি। রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান, সেসব প্রতিষ্ঠানগুলোকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশকে যদি ভবিষ্যতে পুনর্গঠন করতে হয় তাহলে এসব প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত