ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দুর্নীতিবাজদের সরিয়ে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি

দুর্নীতিবাজদের সরিয়ে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি

রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করে তাদের জায়গায় সম্প্রতি চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবি জানিয়েছে বৈষম্যের শিকার এবং আইনিভাবে চাকরিচ্যুত শ্রমিক ও কর্মচারীরা। গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তন হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জানান ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্যাটারিং সেলস এক্সিকিউটিভ ও শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান।

নুরুজ্জামান বলেন, এই হোটেলকে কোনো অপশক্তি যেন দেশের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, অপশাসন, অব্যবস্থাপনা না থাকে এবং হোটেলকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে কিছু শ্রমিক-কর্মচারী দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলায় তাদের রোষানলে পড়ে। যার ফলশ্রুতিতে উক্ত শ্রমিক কর্মচারীদের ঐ দুর্নীতিবাজ কর্মকর্তারা বিআইসিসি প্যাড ইস্যু করে চাকুরিচ্যুত করে। ক্ষতিগ্রস্তদের কাছে এমডি, জিএম, এইচ আর ডিরেক্টরসহ আরো কর্মকর্তার দুর্নীতি, অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার বিস্তর প্রমাণ আছে। ক্ষতিগ্রস্ত শ্রমিক-কর্মচারীরা এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ছাত্র সমাজ কে সঙ্গে নিয়ে আন্দোলন করে। নুরুজ্জামান তার বক্তব্যে দাবি করেন, তাকে গত রমনা থানার ওসি ও ডিবির লোকেরা তাকে গত ২৮ আগস্ট জোর করে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। তাকে তুলে নিয়ে গিয়ে তারা জোর করে আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য চাপ দেন। বিষয়টি জানতে পেরে ছাত্ররা ডিবি অফিস ও থানা পুলিশের কাছে দৌড়ঝাঁপ শুরু করে। এক পর্যায় তাদের চাপের মুখে তারা তাকে ছেড়ে দেন। তবে তার মুচলেকা নেয়া নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়, যা বেআইনি ও জুলুম বলে মনে করেন তিনি। বিষয়টির সুষ্ঠু তদন্ত চান তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দাবি করছি যে, যে বা যারা ক্ষমতার অপব্যবহার করে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন জননিরাপত্তার স্বার্থে তাদের কঠোর শাস্তি কামনা করছি। যাতে ভবিষ্যতে আর কেউ এই অপকর্ম করার সাহস না পায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত