ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে ব্যবস্থা নেয়া হবে : দুলু

বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে ব্যবস্থা নেয়া হবে : দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিএনপিকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। সেজন্য সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এই সাড়ে ১৫ বছর বিএনপিকে নিচূর্ণ করা, নেতাকর্মীদের দল থেকে ভাগিয়ে নেয়াসহ বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে জেল-জুলুম ও নির্যাতন করা হয়েছে। আমরা এখনো ক্ষমতায় আসেনি। আমাদের ধৈয্য ধারণ করতে হবে। সামনে নির্বাচন, সকলকে এক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

দুলু বলেন, আওয়ামী লীগ সাড়ে ১৫ বছর চাঁদাবাজি করছে। মানুষের ধান, পাট লুট করেছে। স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। হাট-বাজার টেন্ডার ছাড়াই দখল করে নিয়েছে। ব্যবসায়ীদের দোকানপাট লুট করেছে। তাদের একটাই কাজ ছিল বিএনপিকে কীভাবে সরিয়ে রাখা যায় সেই ষড়যন্ত্র। সেজন্য বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে রক্তাক্ত করা হতো। এখনো বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। অনেকে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত