ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন এক শতাংশ

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন এক শতাংশ

চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র এক শতাংশ। এডিপিতে মোট বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন হার এক শতাংশ বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। গতকাল রোববার বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এডিপির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। আইএমইডি জানিয়েছে, চলতি অর্থবছরের মোট বরাদ্দ ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা। এই মোট এডিপি বরাদ্দের মধ্যে প্রথম মাসে ২ হাজার ৯২২ কোটি টাকা ব্যয় করতে পেরেছে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো। যা শতাংশের হারে ১.০৫ শতাংশ। গত বছরের এই একই সময়ে এডিপি বাস্তবায়ন হার ছিল ১.২৭ শতাংশ। তার আগের অর্থবছরে ছিল ০.৯৬ শতাংশ।

আইএমইডি জানায়, অর্থবছরের শুরুতে সাধারণত প্রস্তুতিমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে অর্থবছরের শুরুতে এডিপি বাস্তবায়ন হার কম থাকে। এছাড়া জুলাই মাসজুড়ে রাজনৈতিক অস্থিরতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলা ব্লকেড ও অসহযোগ আন্দোলনের প্রভাবও এডিপি বাস্তবায়নে পড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত