ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি

মহাপরিচালকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ-কর্মবিরতি

মহাপরিচালকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ-কর্মবিরতি

ঢাকার আশুলিয়ায় ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহর পদত্যাগ দাবি করে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল দুপুরে আশুলিয়ার গণকবাড়ি এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন তারা। সরকারিভাবে ২০১১ সালে যাত্রা শুরু করে এ গবেষণা প্রতিষ্ঠানটি। বর্তমানে রাজস্ব খাতে ১০৩ জন ও আউটসোর্সিংয়ে ২৪ জন কর্মচারী কর্মরত রয়েছেন। এরমধ্যে অন্তত ৯০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভকারীরা জানান, গত ১৯ আগস্ট পেনশন পদ্ধতি চালু, নতুন পদ সৃষ্টি, পদোন্নতি বৈষম্য, কর্মচারী কল্যাণ তহবিলে অন্তর্ভুক্ত ও আউট সোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করেন তারা। এরপর ২০ আগস্ট তারা মহাপরিচালকের কাছে এসব দাবিসহ একটি স্মারকলিপি দিয়ে দাবি পূরণে সরকারের আশ্বাস চেয়ে মহাপরিচালককে পাঁচ দিন সময় বেঁধে দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত