ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কোস্ট গার্ডের অভিযান

দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত সর্দার বাহাদুর আটক

দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত সর্দার বাহাদুর আটক

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর থানাধীন বঙ্গের চরে একটি সক্রিয় ডাকাতদল বিভিন্ন জেলেদের জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে কোস্ট গার্ড অবগত হয়। ভুক্তভোগী জেলেরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীনও হয়েছে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাহাদুর বাহিনী নামক একটি সক্রিয় ডাকাতের আস্তানায় ঘণ্টাব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরুফে বাহাদুর (৪২) এবং তার সহযোগী ইকবাল হোসনকে (২৬) ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজা গুলি, ২০টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ টাকা এক লাখ পনের হাজার পঁচাত্তর টাকা আটক করা হয়। আটককৃত ডাকাতরা ভোলা জেলার সদর উপজেলাধীন ধনিয়া ৭নং ওয়ার্ড এবং চরমনিষা ৬নং ওয়ার্ড রাজাপুরের বাসিন্দা গোলাম মোস্তফা ও আবুল কালামের ছেলে। তিনি আরো বলেন, পরবর্তীতে আটককৃত ডাকাত এবং জব্দকৃত দেশীয় অস্ত্রসহ সব আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত