ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সাংবাদিক সিদ্দিকুর রহমান আর নেই

সাংবাদিক সিদ্দিকুর রহমান আর নেই

দৈনিক যায়যায়দিনের স্পোর্টস রিপোর্টার মাহবুবুর রহমান নীরবের পিতা সাংবাদিক মো. সিদ্দিকুর রহমান আর নেই। গতকাল সোমবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর অরোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিদ্দিকুর রহমান সবশেষ দৈনিক আলোকিত বাংলাদেশে সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি দৈনিক মিল্লাত, বাংলাবাজার ও ইনকিলাব পত্রিকায় সাংবাদিকতা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন। গতকাল কিশোরগঞ্জের নিজ গ্রামের বাড়ি শিমুলিয়াতে বাদ এশা জানাজার শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। ক্রীড়া সাংবাদিক নীরবের বাবা সিদ্দিকুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত