ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মহাসড়কে চলছে পুলিশের টহল

হাটিকুমরুল হাইওয়ে থানার কার্যক্রম ভাড়াবাড়িতে শুরু

হাটিকুমরুল হাইওয়ে থানার কার্যক্রম ভাড়াবাড়িতে শুরু

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় একটি ভাড়াবাড়িতে এ কার্যক্রম শুরু করা হয়। এরমধ্যেই মহাসড়কে পুলিশের টহলও শুরু হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এমএ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ৪ আগস্ট দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-ভাঙচুর ও অগি?সংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যদের বেদম মারপিটসহ অস্ত্র ও গুলি লুট হয়। এ ঘটনার পর প্রায় ১১ দিন থানার কার্যক্রম বন্ধ ছিল। ঊধর্?তন কর্তৃপক্ষের নির্দেশনায় গত ১৫ আগস্ট ওই বাজার এলাকার একটি ভাড়াবাড়িতে থানা কার্যক্রম স্বল্প পরিসরে শুরু করা হয় এবং ২০ আগস্টের পর থেকে এ কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে শুরু করা হয়েছে। এ হামলার সময় লুট হওয়া অস্ত্র ও গুলি এখনও উদ্ধার হয়নি।

হামলার ঘটনায় থানায় কর্তব্যরত ৩৮ জন পুলিশ সদস্যের কমবেশি সবাই আহত হয়েছিল। এদের মধ্যে ৩৫ জন কাজে যোগ দিলেও ৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের হামলায় পুলিশের ব্যবহৃত পিকআপ, প্রাইভেট কার ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। তবে এসব ঘটনায় এখন মামলার প্রক্রিয়া চলছে। আহত পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে কাউন্সেলিং করা হচ্ছে এবং এর মধ্যেই একটি পুরাতন পুলিশ পিকআপ বরাদ্দ পাওয়া গেছে। মহাসড়ক এলাকায় ওই পিকআপ দিয়ে রাতে ও দিনে টহল চালু রাখা হয়েছে। এ মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান এবং অবৈধ পণ্য পরিবহন বন্ধে যানবাহন তল্লাশি এখন বন্ধ রয়েছে। অবশ্য পুলিশ সদস্যদের মনোবল এখন ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত