এইচএসসির ফল তৈরিতে পরীক্ষার্থীদের তথ্য চেয়েছে বোর্ড

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চলতি বছর এইচএসসির সব পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। কিছু পরীক্ষা হয়েছে। সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন চলছে। যে বিষয়গুলোর পরীক্ষা হয়নি, সেগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল তৈরি করা হবে। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল তৈরির জন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চেয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার মার্কশিট, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষদের বোর্ডে পাঠানোর জন্য বলা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, ১৯৯৬ সালের আগে এসএসসি পাস করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাসের নম্বরপত্রের ফটোকপি (সংশ্লিষ্ট বোর্ড যাচাইকৃত) এবং এইচএসসি পরীক্ষা ২০২৪-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে ঢাকা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে।