ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

রংপুর লালবাগ বাজার দোকান মালিক সমিতির প্রতিবাদ সভা

রংপুর লালবাগ বাজার দোকান মালিক সমিতির প্রতিবাদ সভা

বহিরাগত সন্ত্রাসীরা লালবাগ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ডন টেইলার্সে প্রবেশ করে অতর্কিত হামলার প্রতিবাদে বাজারে অবস্থিত সব দোকান বন্ধ রেখে প্রতিবাদ সভা করেছে লালবাগ বাজার দোকান মালিক সমিতি ও সাধারণ ব্যবসায়ীরা।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় লালবাগ বাজার দোকান মালিক সমিতির আয়োজনে লালবাগ চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন লালবাগ বাজার দোকান মালিক সমিতির সভাপতি জাহাঙ্গির আলম মিন্টু। প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম আঙ্গুর, সহ-সভাপতি সামসুল আলম হুলাট, জিয়া, সহ-সাধারণ সম্পাদক শ্বেতফুল আলম গোলাপ, কোষাধ্যক্ষ মোস্তাফিজার রহমান, দপ্তর সম্পাদক নাজমুল হুদা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনজুরুল আলম, প্রচার সম্পাদক মোক্তার হোসেনসহ উপস্থিত সাধারণ ব্যবসায়ীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির কার্যকরী সদস্য আরমান হোসেন।

প্রতিবাদ সভা ও উপস্থিত সূত্রে জানা যায়, গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে লালবাগে অবস্থানরত ডন টেইলার্স প্রতিষ্ঠানের ওপর ব্যনার লাগানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে। ব্যনার লাগানোকালে বাধা প্রদান করায় গালাগালি ও পরে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক অতর্কিত ভাবে মারধরের ঘটনা ঘটে। যার কারণে লালবাগ বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। পরে বাজার মালিক সমিতির হস্তক্ষেপেও কোনো প্রকার কাজ না হওয়ায় প্রতিবাদ সভা করা হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, লালবাগ বাজারে যে হামলার ঘটনা ঘটেছে, যা কারো কাম্য নয়। অতর্কিতভাবে যারা হামলা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং বিচার না হওয়া পর্যন্ত হামলাকারীরা লালবাগে অবস্থান করতে পারবে না।

প্রতিবাদ সভায় লালবাগ বাজার দোকান মালিক সমিতির সব সদস্যসহ সাধারণ ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত