সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’। চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদ- অনুযায়ী করার পাশাপাশি, চাকরির আবেদনে এই বৈষম্য দূর করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া তারা তাদের সাত দফা দাবি উত্থাপন করেছেন। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সেমিনারে তারা এ দাবি জানান। এসময় বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে— প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করা। তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৪০ বছর। সব ধরনের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত করা। সব প্রকার সাস্থ্য, চিকিৎসা নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত করা।