বাঁকখালী রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়ন করুন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের ঐতিহ্যবাহী এবং প্রধান নদী বাঁকখালী রক্ষায় দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে, অন্যথায় দাবি বাস্তবায়নে কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবে পরিবেশ কর্মীরা। গতকাল বুধবার দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে অনুষ্ঠিত বাঁকখালী নদীর দখল ও দূষণ বন্ধে পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মুনিরা পারভীন। সভায় বক্তারা বলেন, খুরুশকুলের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কস্তুরাঘাট পয়েন্টে নির্মিত সেতুটিই যেন বাঁকখালী নদীটির জন্য কাল হয়ে দাঁড়ালো। সেতুর পাশাপাশি সংযোগ সড়ক তৈরি হওয়ায় সড়কের দুই পাশে প্যারাবন ধ্বংস করে নদী দখলের মহোৎসবে মেতে ওঠেছে প্রভাবশালী চক্র। একে এক দখলের মহোৎসব চললেও প্রশাসন অনেকটা নিরব।
অথচ এ নদী রক্ষায় দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন ঝিকু, সেভ দ্যা কক্সবাজারের সভাপতি আনসার হোসেন, ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন, সমকাল সুহৃদ সমাবেশ কক্সবাজারের সভাপতি নুরুল আবছার, বাপার জেলা কমিটির সহ-সভাপতি মোর্শেদুর রহমান খোকন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বেলার কর্মকর্তা ইরা ও তমিজ উদ্দিন, বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাবেক সভাপতি এমআর মাসুদ, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ, ইয়েস- কক্সবাজারের ভাইস চেয়ারম্যান ওসমান গণি, দৈনিক আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার এএইচ সেলিম উল্লাহ, দৈনিক খোলা কাগজের কক্সবাজার প্রতিনিধি নিজাম উদ্দিন, বাপার শহর সভাপতি ইরফান উল হাসান, নদী পরিব্রাজক দলের সাবেক জেলা সভাপতি শ্রাবণ প্রমুখ।