জেলগেটে বদিকে সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
‘ইয়াবা গডফাদার’ খ্যাত কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি, আ. লীগ নেতা ও হত্যাচেষ্টা মামলার আসামি কারাঅন্তরীণ আবদুর রহমান বদিকে জেলগেটে সাড়ে ৫ ঘণ্টা জেরা করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার থেকে বিকাল ৪টা পর্যন্ত কক্সবাজার জেলা কারাগারের একটি কক্ষে আদালতের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদ করেন মামলা তদন্তকারী কর্মকর্তা, টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জীবন রায় চৌধুরী। কক্সবাজার জেলা কারাগারের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এই বিষয়ে যোগাযোগ করা হলে গতকাল বুধবার সন্ধ্যায় মামলা তদন্তকারী কর্মকর্তা, টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জীবন রায় চৌধুরী জেলগেটে সাবেক সংসদ সদস্য বদিকে জিজ্ঞাসাবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৮ আগস্ট টেকনাফ মডেল থানায় কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি কারাঅন্তরীণ রয়েছে। ওই মামলায় গত ২০ আগস্ট চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা থেকে বদিকে গ্রেপ্তার করে র্যাব। ওই মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। গত ২৮ আগস্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীম রিমান্ড আবেদনের শুনানি শেষে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারক।