সোনারগাঁ প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনারগাঁ প্রতিনিধি

যুগান্তর সম্পাদক সাইফুল আলমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত প্রত্যাহার দাবি করেছেন সাংবাদিকরা। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিনসহ সাংবাদিকরা এ দাবি জানান। যুগান্তরের সম্পাদকের বিরুদ্ধে সাবেক মন্ত্রী শাজাহান খান তার বিরুদ্ধে র্দুীতির খবর প্রকাশ করায় ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছিলেন। সেই মামলায় তিনি সাহসীকতার সাথে মোকাবিলা করে অবশেষে জয়ী হয়েছেন। ওই মামলায় অবশেষে সাইফুল আলম বেকসুর খালাস পান। এরপর মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক হয়রানি করা যাবে না। সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও যুগ্ম সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সোনারগাঁ প্রেসক্লাবের উপদেষ্টা মাহফুজুর রহমান, সোনারগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, কবি শাহেদ কায়েস, সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনির, মোগরাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন খাঁন, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি শংকর কুমার দাস। পরে বিকালে অধ্যাপক রেজাউল করিমের সমর্থকরা কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাজী আনোয়ার হোসেন, সাবেক কমিশনার ফারুক আহম্মেদ তপন, জেলা যুবদল নেতা মুশিউর রহমান শান্ত, সোনারগাঁ উপজেলা ছাত্রদল আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁ পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক ফরহাদ শিকদার, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলসহ সভাপতি আলামিন অভি, সোনারগাঁ স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক সফিক ভুঁইয়া প্রমুখ। পরে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রেসক্লাবের ৩৭ বছর পূর্তি অনুষ্ঠানটি শেষ হয়।