ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

গাজীপুর কাউন্সিলরের বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

গাজীপুর কাউন্সিলরের বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন লতিফপুর এলাকায় এক বাড়িতে দুর্ধর্ষ ডাকতি হয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর ২নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন মণ্ডলের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার বিকালে গাজীপুর প্রেসক্লাবে কাউন্সিলরের পরিবারের পক্ষে তার মামা পেশাজীবী নেতা অধ্যাপক নজরুল ইসলাম সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বলেন, ৫/৬ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরের দরজার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় কাউন্সিলর বাড়িতে ছিলেন না।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ-বলেছেন প্রাথমিক তদন্তে জানা গেছে, জালানার গ্রিল কেটে ৫/৬ জনের ডাকাত দল বাড়িতে প্রবেশ করে আগ্নেঅস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। এ সময়ে কাউন্সিলর মনির মণ্ডলকে উদ্দেশ্য করে গালিগালাজ ভয় ভীতি দেখিয়েছে বলে কার পরিবার সূত্রে জানিয়েছে। এদিকে পরিবারের পক্ষ থেকে মনির মণ্ডলের মা মনোয়ারা বেগম আলোকিত বাংলাদেশ কে জানান, রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা জানলার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। প্রবেশ করেই তারা মনির মণ্ডলকে খোঁজাখুঁজি করে এবং তাকে প্রাণ নাসের হুমকি দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত