ছাত্র আন্দোলনে ১০ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ১০ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এ সহায়তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহরের গুড ফুড রেস্টুরেন্টে শহীদ ১০ পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। শহীদরা হলেন- জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, সুমন সেখ, আব্দুর রশিদ, আব্দুল লতিফ, রায়গঞ্জের নজরুল ইসলাম, লেবু শেখ, এনায়েতপুরের ইয়াহিয়া আলী, আব্দুল আলিম, শিহাব আহম্মেদ ও হাফেজ সিয়াম হোসেন। বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দীর্ঘ সাড়ে ১৫ বছরে শুধু বিএনপির নেতাকর্মীকেই নির্যাতন করেননি। তারা ক্ষমতার শেষ সময়েও ছাত্র-জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে। এতে মা-বাবা হারিয়েছে সন্তান, স্বামী হারিয়েছে স্ত্রী, বোন হারিয়েছে ভাইকে। এ জন্য এসব হত্যার বিচার না হওয়া পর্যন্ত ক্ষমার কোনো সুযোগ নেই। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে শহীদের স্বজনেরা এ আর্থিক সহায়তা পাওয়ার পর সাংবাদিকদের বলেন, নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।