বন্যা পরবর্তী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মানিক ভূঁইয়া, নোয়াখালী
শাহ জালাল ইসলামী ব্যাংক পিএলসির চৌমুহনী ও বকশির হাট শাখার পক্ষ থেকে নোয়াখালীতে বন্যা পরবর্তি পরিবেশের ভারসম্য রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে এ উপলক্ষ্যে ব্যাংকের চৌমুহনী শাখার হল রুমে সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এসইভিপি অ্যান্ড সিএফও মো. জাফর ছাদেক। এ সময় ব্যাংকের চৌমুহনী শাখার ম্যানেজার মো. আবদুল হান্নান, বকসিরহাট শাখা ম্যানেজার মাসুদূর রহমান, শাহাদাত হোসেন, সাংবাদিক ফোরাম সভাপতি মানিক ভূঁইয়াসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়া বন্যার পরবর্তী বন্যার্থাদের পূরণ বাসন আওয়াতা আর্থিক অনুদান ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ব্যাংকের চৌমুহনী শাখার হল রুমে সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এসইভিপি অ্যান্ড সিএফও মো. জাফর ছাদেক। এ সময় ব্যাংকের চৌমুহনী শাখার ম্যানেজার মো. আবদুল হান্নান, শাহাদাত হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।