ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংমিস্ত্রি হত্যা

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংমিস্ত্রি বাবুল হাওলাদারকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে এ মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মনোয়ারা বেগম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর রামপুরার বেটার লাইফ হসপাতালের সামনে মিছিল করছিলেন ছাত্র-জনতা। বিকাল ৩টায় হঠাৎ ৪০ থেকে ৫০ জন পুলিশের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও গুলি করতে থাকেন। এ সময় ভুক্তভোগী বাবুল নিরাপদ আশ্রয়ে যেতে চাইলে হঠাৎ গুলিবিদ্ধ হন। পরে গত ২৮ জুলাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত