ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দখলদারিত্ব, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছে

ইসলামী গণতান্ত্রিক পার্টি
দখলদারিত্ব, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছে

দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব, সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানিয়েছে ইসলামী গণতান্ত্রিক পার্টি। এ দলের মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো: নূরুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত যথাযথ ব্যবস্থা নিবে বলে দেশবাসী আশা করেছিল। কিন্তু এর উল্লেখযোগ্য প্রতিফলন এখনও দৃশ্যমান না হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিবৃতিতে অ্যাডভোকেট মো: নূরুল ইসলাম খান আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আন্দোলনরত সাধারণ ছাত্র-জনতার বিজয় হয়েছে, এতে বিশেষ কোনো একক দল বা গোষ্ঠীর বিজয় হয়নি। কিন্তু একটি বিশেষ দলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব, নীরব চাঁদাবাজি, সন্ত্রাস ও হুমকি-ধামকি চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনাসহ সকল প্রকার অবৈধ দখলদারিত্ব, সন্ত্রাস ও চাঁদাবাজির অবসান ঘটাতে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ উদ্যোগ নিতে হবে। বিবৃতিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের জোর করে পদত্যাগে বাধ্য করার ঘটনায় উদ্বেগ জানিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো: নূরুল ইসলাম খান বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার যে সুগভীর চক্রান্ত শুরু হয়েছে, তাকে এখনই নস্যাৎ করার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত