চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে এসএন কর্পোরেশনের জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণের ঘটনা মালিকদের অবহেলাজনিত কারণে ঘটেছে বলে অভিযোগ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। তদন্ত করে এ ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। গতকাল সোমবার এক বিবৃতিতে স্কপ এ দাবি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার এসএন কর্পোরেশনের শিপইয়ার্ডে বিস্ফোরণে এরইমধ্যে একজন মারা গেছেন। ১২ জন মারাত্মকভাবে আহত হয়েছেন, যাদের সবার অবস্থা আশঙ্কাজনক। মালিকদের অবহেলাজনিত কারণে শ্রমিক আহত-নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত করে এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। হতাহতদের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসন করতে হবে। স্কপের বিবৃতিতে আরো বলা হয়, ২০১২ ও ২০১৩ সালে তাজরীন ফ্যাশনস-রানা প্লাজা দুর্ঘটনায় শত শত শ্রমিকের মৃত্যুর পর শ্রমক্ষেত্রে নিরাপত্তা উন্নয়ন নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু তৈরি পোশাকশিল্প ছাড়া অন্য শিল্পে জীবন হারানোর মিছিল এখনো থামেনি। বিবৃতিদাতাদের মধ্যে আছেন স্কপের যুগ্ম সমন্বয়ক আনোয়ার হোসেন ও চৌধুরী আশিকুল আলম, স্কপ নেতা রাজেকুজ্জামান রতন, আবদুল কাদের, মেজবাহ উদ্দিন আহমেদ, শাহ মো. জাফর, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, ওয়াজেদুল ইসলাম খান, বাদল খান, নইমুল আহসান, সাকিল আক্তার চৌধুরী, শামীম আরা, আহসান হাবিব বুলবুল, নুরুল আমিন প্রমুখ।