আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ দাবিতে রিটের শুনানি আগামী সপ্তাহে

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কারের দাবিতে জুলাই-আগস্ট মাসের ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে দায়ের করা রিটের শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে ঠিক করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে ওই রিটের শুনানি হয়।

আদালতে গতকাল রিটকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার। তাকে সহযোগিতা করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহদী জামান (বনি) ও অ্যাডভোকেট খায়রুল বাশার। শুনানির এক পর্যায়ে আদালত রাষ্ট্রপক্ষকে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের বিষয়ে কি কি পদক্ষেপ নিয়েছে তা আগামী সপ্তাহে জানাতে বলেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া নিহত প্রত্যেকের জন্য ১০ কোটি টাকা ও আহত প্রত্যেককে ৫ কোটি ক্ষতিপূরণের দাবিতে সুপ্রিমকোর্টের তিনজন আইনজীবী রিট দায়ের করেন। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইন-শৃঙ্খলা বাহিনীর গুলি ও সংঘর্ষে নিহত এবং আহতদের বিচার নিশ্চিত ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিতের দাবি করা হয় রিটে।