বুড়িগঙ্গায় পাওয়া লাশের পরিচয় মিলেছে

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বুড়িগঙ্গা নদীর দোলেশ্বর এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার লাশের পরিচয় মিলেছে। নিহতের নাম আজম আলী (৪৫)। বাসা রাজধানীর জুরাইন এলাকায়। মিটফোর্ড হাসপাতালের মর্গে আজম আলীর লাশ শনাক্ত করেন তার মামা আব্দুল রহিম। ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার বিকালে তিনি লাশ নিয়ে গেছেন বলে জানিয়েছেন ইকুরিয়া নৌ-পুলিশের এসআই মো. বজলুর রহমান। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এসময় তার পরনে প্যান্ট ও ফুলহাতা শার্ট ছিল। এসআই বজলুর রহমান জানান, নিহতের শার্টের পকেটে একটি ভিজিটিং কার্ড পাই। সেখানে থাকা মোবাইল নম্বরে ফোন দিলে আব্দুল রহিমকে পাওয়া যায়। প্রথমে তিনি বিষয়টি তেমন গুরুত্ব দেননি। পরে তিনি আব্দুল রহিমের সঙ্গে দেখা করে মোবাইলে ধারণ করা নিহতের ছবি তাকেসহ উপস্থিত লোকজনকে দেখান। এরপর আব্দুল রহিম মিটফোর্ড হাসপাতালে এসে মরদেহ দেখার পর ভাগিনা আজম আলীর লাশ বলে শনাক্ত করেন। আব্দুল রহিম জানান, আজম আলীর বাবা মা নেই। চুরি চামারি করতো, এজন্য স্ত্রী ছেড়ে চলে গেছে। কীভাবে বুড়িগঙ্গায় তার লাশ আসলো? বুঝতে পারছি না।

এসআই বজলুর রহমান জানান, লাশ উদ্ধারের দিন পুলিশ বাদী হয়ে একটি ইউডি মামলা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।