নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে হিজবুত তাহ্রীরের
সংবাদ সম্মেলন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে হিজবুত তাহ্রীর। গতকাল সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে দুই আইনজীবী এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট নূর মোহাম্মদ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হিজবুত তাহ্রীরের ইমতিয়াজ সেলিম। লিখিত বক্তব্যে বলা হয়, ‘২০০৯ সালের ২২ অক্টোবর নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিজবুত তাহ্রীরকে শুধু একটি প্রেসনোটের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকার বেআইনিভাবে নিষিদ্ধ ঘোষণা করে। ওই প্রেসনোটে কোনো স্মারক নম্বর, এসআরো নম্বর এবং কোনো আইনের ধারা উল্লেখ না করে রাজনৈতিক প্রতিহিংসা বশবর্তী হয়ে দলটির কার্যক্রমকে ‘জননিরাপত্তার জন্য হুমকি’ এবং ‘দেশের আইনশৃঙ্খলা বিরোধী’ আখ্যা দেয়।’ ‘হিজবুত তাহ্রীর, বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয় বরাবর কোনো নোটিশ দেয়া হয়নি এবং হাসিনার ফ্যাসিবাদী সরকার ওই অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণও পেশ করেনি।’ সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘বিগত ১৫ বছরের কঠিন রাজনৈতিক সংগ্রাম এবং অত্যাচারী হাসিনার বিরুদ্ধে পরিচালিত আন্দোলনে হিজবুত তাহ্রীরের উল্লেখযোগ্য ভূমিকার বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের নিকট গভীরভাবে চিন্তা করে দেখার আহ্বান জানাই।’ এতে আরো বলা হয়, ‘জামায়াতে ইসলামী’র উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি দ্রুত কার্যকর করার জন্য আমরা আপনাদেরকে স্বাগত জানাই।