মাজারে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার শ্যামপুর গ্রামে মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মাজার বিরোধীরা ৩টি কবর খুড়ে দেহাবশেষ নিয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার প্রায় দিনভর ওই গ্রামের ‘হযরত বড়পীর গাউসুল আজম দরবার শরীফে’ এ হামলার ঘটে। এমনকি মাইকিং করে শত শত লোক জমায়েত করে এ হামলা ভাঙচুরে কেউ বাধা দেয়নি। মাজারের ৩টি কবর খুড়ে তার ভিতরে থাকা মানুষের হাঁড়, মাথার খুলি নিয়ে যায় এবং ২টি খানকা ঘর ও একটি রান্না ঘর ভাঙচুর করা হয়েছে।

এ ছাড়া ওই মাজার অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। ওই মাজার কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব কালু, সাধারণ সম্পাদক স্থানীয় বিএনপি নেতা হযরত আলী ও খাদেম হাফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, উক্ত গ্রামের খাজা সফুরা পাগলী ৫ শতক মিলে মোট ২০ শতক জায়গা ২০০৫ সালে হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (রা.) দরবার শরীফের নামে ওয়াকফ করে দিয়েছেন। এরপর থেকে এখানে দরবার শরীফের কার্যক্রম চলতে থাকে। গত সোমবার সকালে মাজার বিরোধী মাদ্রাসার ছাত্র ও মৌলভীরা মাইকে মাজার ভাঙচুরের ঘোষণা দেয়। এরপর তারা মিছিল সহকারে মাজারে এসে বিকালে ৪টা পর্যন্ত তান্ডব চালায়। এ সময় দেশীয় অস্ত্রেসস্ত্রে মাজারের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে।