ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানিয়েছে

ইসলামী গণতান্ত্রিক পার্টি
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানিয়েছে

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার, স্বর্ণা দাসসহ সব বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান এক বিবৃতিতে বলেছেন, আমরা প্রতিবেশী হিসেবে ভারতের কাছে বন্ধুত্ব ও সমমর্যাদা সুলভ আচরণ চাই কিন্তু ভারত সব সময়ই প্রভূত্ব সুলভ আচরণ করে চলেছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে চলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফ প্রায়ই সীমান্তে বিনা উস্কানিতে ও বিনা কারণে বাংলাদেশের নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করছে। দীর্ঘদিন ধরেই বিএসএফ ধারাবাহিকভাবে বাংলাদেশি নাগরিকদের হত্যা করলেও অতীতের সরকারগুলো ভারতের প্রতি নতজানু পররাষ্ট্রনীতির কারণে কার্যত কোনো প্রতিবাদ করেনি। ভারতকে আন্তর্জাতিক আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সীমান্তে ভারত কর্তৃক হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানানোর জন্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত