ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বন্যাদুর্গতদের পাশে আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশন

বন্যাদুর্গতদের পাশে আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশন

বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশন। বন্যাদুর্গত এলাকায় বিশেষ করে লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে চাল, ডাল, লবণ, পানি বিশুদ্ধকরণ ওষুধ, তেল, কয়েল, মুড়ি, চিনি, চা-পাতা মিনি প্যাকেট, টোস্ট, আলু, পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পানিসহ নানা ধরনের শুকনো খাবার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এছাড়াও দুর্গত এলাকার আশ্রয়কেন্দ্রে রান্না করে খাওয়ার জন্য কয়েক হাজার মানুষের একদিনের খাবারের সব উপকরণ দিয়েছে সংগঠনটি। আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় যে সব কৃষকের বীজতলা, মাছের ঘের, ফসলি জমি, শাকসবজির খেত ও ফার্ম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে পূর্ণবাসন করবে আহ্বান তরুণ সংঘ ফাউন্ডেশন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত