চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ওয়াহিদুর রহমান (১৬) বান্দরবানের বাসিন্দা। তিনি গত ১১ সেপ্টেম্বর বিভিন্ন জটিলতা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন এবং ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন। আক্রান্তদের মধ্যে নগরীর সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৯ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫ জন। সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৬ জন।