সরকারি সড়কের আঙিনা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সরকারি আঞ্চলিক সড়কের আঙ্গিনা দখল করে দোকান ঘর ও গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে। এতে ওই সড়কে জন সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়কের আঙ্গিনায় অবৈধ নির্মিত স্থাপনা অপসারণের দাবিতে উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। অভিযোগ সূত্রে প্রকাশ, উক্ত উপজেলার কুরকী গ্রামের কয়েকজন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সরকারি সড়কের উভয়পাড়ের আঙ্গিনা দখল করে দোকানঘর, গৃহ নির্মাণ করা হয়। এসব স্থাপনা নির্মাণের সময় এলাকাবাসী বাধা ও সংশ্লিষ্ট প্রশাসনকে উপেক্ষা করে তারা এ স্থাপনা নির্মাণ করে। ওই সড়কের আঙ্গিনা ঘেসে বাড়ির প্রাচীরের ফলে জনসাধারণসহ যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার আলোচনায় বসলেও এ সরকারি সড়ক ছেড়ে দেয়নি তারা। বেশকিছু দিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সড়কের সীমানা নির্ধারণের জন্য একটি আবেদন করলে চেয়ারম্যানসহ ২ পক্ষের সার্ভেয়ার এসে সীমানা নির্মাণ করে এবং এক সপ্তাহের মধ্যে সরকারি সড়ক থেকে ওই স্থাপনাগুলো অপসারণের জন্য সময় নিয়েছিল তারা। কিন্তু সে সময় পার হলেও বাড়ির প্রাচীর এখনো সরানো হয়নি। সম্প্রতি কাচা সড়কটি পাঁকাকরণের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাক্কলন তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। সরকারি সড়কের আঙ্গিনা ঘেষে স্থাপনা নির্মাণের বিষয়ে অভিযুক্তরা বলেন, নির্মিত প্রাচীর সম্পূর্ণ সড়কের নয়। এ বিষয়ে উপজেলা প্রশাসন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সরকারি সড়ক দখল করে ওইসব স্থাপনা নির্মাণের কোনো বিধান নেই। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।