রাষ্ট্র সংস্কারে সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে

ইসলামী গণতান্ত্রিক পার্টি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এমএ আউয়াল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করা। তবে এর আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সম্পন্ন করতে হবে। এসব সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সময় দিতে হবে। তাই রাজনৈতিক নেতারাও পেশাজীবীদের মতো অস্থির হলে চলবে না। গত শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সস্তাপুরে দলের জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী গণতান্ত্রিক পার্টির নারায়ণগঞ্জের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় চেয়ারম্যান এমএ আউয়াল এ কথা বলেন।

ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে দলের মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান বলেন, রাষ্ট্র সংস্কারের সুযোগ বারবার আসে না। ১৯৭১ সালে সুযোগ এসেছিল নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার। সে সুযোগ আমরা হাতছাড়া করেছি। ঔপন্যাসিক ধাঁচের রাষ্ট্র ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক বিধি-বিধান প্রবর্তনের দাবি ওঠায় আন্দোলনকারী তিন জোটের রূপরেখায় সব কালাকানুন বাতিলসহ গণতান্ত্রিক বিধিব্যবস্থা প্রবর্তনের কথা বলা হলেও গণঅভ্যুত্থানের সুবিধাভোগী দল দুটি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সব প্রতিশ্রুতি ভুলে স্বৈরতান্ত্রিক কায়দায় দেশ পরিচালনার প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। এবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আবার নতুন করে সুযোগ এসেছে রাষ্ট্র সংস্কারের এবং এ বিষয়ে আন্দোলনকারী ছাত্র-জনতা এবার রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিয়ে অন্তবর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বেই গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক শাসন ও প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেনতেন কোনো নির্বাচন কাম্য নয়। সভায় আরো বক্তব্য রাখেন জেলা শাখার নেতারা।