কোটা বৈষম্য ছাত্র আন্দোলন

নিহত রিয়াজ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে শহীদ রিয়াজ হোসেন হত্যা মামলার ১৯৬ আসামি ও সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলী (৪২) কে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে র‍্যাবের একটি দল তার নিজ বাড়ি রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রাম থেকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আল হোসাইন। শাহ আলী কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও রোহিতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। শাহ আলীর মা রাফিজা বেগম জানান, সকাল ১০টার দিকে সিভিল পোষাকে র‍্যাবের একটি টিম আমার সামনে থেকেই ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায়। আমার ছেলে নির্দোষ, যে মামলায় আমার ছেলেকে গ্রেফতার করেছে সে মামলাটিই সঠিক নায়। যেখানে নিহতের মা বাবার দাবি তাদের ছেলে র‍্যাবের গুলিতে মারা গেছে সে মামলায় আমার ছেলেকে কীভাবে গ্রেফতার করে? আমি স্বামী হারিয়েছি, এক ছেলে হারিয়েছি রাজনৈতিক কারনে, আমি আমার এ ছেলেকে হারাতে চাই না। আমি আমার ছেলের মুক্তি চাই। কেরানীগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, আসামী শাহ আলীকে কোটা বৈষম্য আন্দোলনে শহীদ রিয়াজ হোসেন হত্যা মামলায় র‍্যাব আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।