বিদ্যুৎ-জ্বালানির মহাপরিকল্পনা সংশোধনে মানববন্ধন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বিদ্যুৎ-জ্বালানি খাতে মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান ২০২৩-আইইপিএমপি) দ্রুত সংশোধনের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে তরুণ জলবায়ুকর্মীরা। গতকাল শুক্রবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের উদ্যোগে মানববন্ধন হয়। এরপর পদযাত্রা নিয়ে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে অবস্থান নিয়ে সভা করেন তারা। এ মহাপরিকল্পনার কারণে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বৃদ্ধি পাবে বলে জানান সভার বক্তারা। তাই পরিবেশ দূষণ এড়াতে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বৃদ্ধিসহ মহাপরিকল্পনায় দ্রুত সংশোধনের দাবি জানান তারা। আজারবাইজানে অনুষ্ঠিতব্য কপ-২৯ সম্মেলনের আগে এ দাবি মেনে নেয়ার আহ্বান জলবায়ুকর্মীদের। এ সময় বক্তৃতা দেন, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা সমন্বয়কারী আশিকুর রহমান সাকিব, প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা, তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্ম বৃষ্টি, সিয়াম প্রমুখ। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা সমন্বয়কারী আশিকুর রহমান সাকিব বলেন, আমাদের জ্বালানি নীতিগুলো আরো সুনিদিষ্টভাবে সাজানোর সময় এসেছে। দ্রুত জ্বালানি নীতিগুলো নবায়নযোগ্য শক্তির দিকে রূপান্তর করতে হবে। বাংলাদেশের তরুণরা পরিবর্তনের জন্য আর অপেক্ষা করবে না। দেরি হওয়ার আগে আমাদের নেতাদের অবশ্যই সাহসী পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপের মাধ্যমে একটি টেকসই ও জলবায়ু-স্থিতিস্থাপক ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা বলেন, জলবায়ু অর্থায়ন শুধু তাৎক্ষণিক ঝুঁকি মোকাবিলা নয় বরং দীর্ঘমেয়াদী স্থিতিস্থাপকতা এবং প্রকৃতি সংরক্ষণের পথ সুগম করা উচিত। বাংলাদেশে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ সময়ের দাবি।