নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় নিসআ’র ৯ দফা দাবি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষে শিক্ষার্থীদের ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়ন ও ২০১৮ সালের ২৯ জুলাই থেকে শুরু হওয়া ঐতিহাসিক নিরাপদ সড়ক আন্দোলনকে স্বীকৃতিস্বরূপ ২৯ জুলাইকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ করার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। গতকাল শুক্রবার প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানানো হয়। নিসআ’র ৯ দফা দাবিগুলো হলো- ১. দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে যথাযথ তদন্তসাপেক্ষে শিক্ষার্থীসহ সব সড়কহত্যার বিচার নিশ্চিত করতে হবে। সড়ক দুর্ঘটনায় নিহতের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে এবং পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। ২. গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ এবং ঢাকাসহ সারাদেশে সব গণপরিবহনে (সড়ক, নৌ, রেল ও মেট্রোরেল)-এ শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে। ৩. সারাদেশের গণপরিবহনের মানোন্নয়ন, সড়ক ও ফুটপাত দখল মুক্তকরণ, ট্রাফিক সিস্টেমের আধুনিক ও স্বয়ংক্রিয়করণের মাধ্যমে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হবে। ৪. পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র, সুষ্ঠু কর্মপরিবেশ, কর্মঘণ্টা ও নির্দিষ্ট মাসিক বেতন নির্ধারণ এবং সড়কের বিশৃঙ্খলায় আহত সব যাত্রী ও পরিবহন শ্রমিকের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করতে হবে।