ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পত্রিকা এজেন্সির দোকান ভাঙচুরের অভিযোগ

পত্রিকা এজেন্সির দোকান ভাঙচুরের অভিযোগ

গত শনিবার সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘নিউজ কর্ণার’ নামক পত্রিকা এজেন্সির দোকানে হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহ মো. হাছান আলী বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি দোকান ঘর সিকিউরিটি প্রদান করে চুক্তিবদ্ধ হয়ে আব্দুর রহমানের কাছ থেকে ভাড়া নিয়ে ভুক্তভোগী শাহ মো. হাছান আলী পত্রিকা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পরবর্তীতে আব্দুর রহমান ভুক্তভোগী ব্যবসায়ী শাহ মো. হাছান আলীকে দোকান ঘরটি ছেড়ে দিতে বল্লে ভুক্তভোগী ব্যবসায়ী সিকিউরিটি বাবদ আব্দুর রহমানকে দেওয়া ৮৫, ০০০ টাকা ফেরত চাইলে আব্দুর রহমান সিকিউরিটির টাকা ফেরত না দিয়ে আদালতে উচ্ছেদ মামলা করেন। পরে সিকিউরিটির টাকা ফেরত না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী দোকান ঘরটি তার নিজ দখলে রেখে ব্যবসা কার্য পরিচালনা করছিলেন। এক পর্যায়ে আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে সুপ্রিমকোর্টে মামলা চলাকালীন সময়ে আব্দুর রহমান ও অজ্ঞাত ১৫-২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী শাহ মো. হাছান আলীকে উচ্ছেদ করতে দোকান ঘরে অতর্কিত হামলা চালিয়ে আসবাব পত্র মালামাল লুট করে পাঁচ লাখ বিশ হাজার টাকার ক্ষতি সাধন করে দোকানঘরটি আব্দুর রহমান বেআইনিভাবে দখলে নিয়ে হত্যার হুমকি দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত