কুতুবদিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক দুই
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
কুতুবদিয়ায় কোস্ট গার্ডের অভিযানে একটি পিস্তল, দুইটি প্যারাস্যুট রকেট হ্যান্ডফ্লেয়ার ও বিপুল দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। গতকাল কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কুতুবদিয়া উপজেলাধীন উত্তর ধুরং ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ডের বাঁকখালি বাইঙ্গাকাটা এলাকার সাবেক চেয়ারম্যান মো. সিরাজুদ্দৌলাহর বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল বিসিজিএস কুতুবদিয়া এবং বিসিজি স্টেশন কুতুবদিয়া এর একটি চৌকস দল কর্তৃক কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন উত্তর ধুরং ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ডের বাঁকখালি বাইঙ্গাকাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সাবেক চেয়ারম্যানের বাড়ির লাকড়ি ঘরে তল্লাশী চালিয়ে একটি পিস্তল, দুইটি প্যারাস্যুট রকেট হ্যান্ডফ্লেয়ার, একটি চাপাতি, দুইটি চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি দেশীয় কুড়াল, ছয়টি দা, তিনটি সাবল, তিনটি মোবাইল সেট ও বিপুল পরিমাণ স্বাক্ষরকৃত ব্ল্যাঙ্ক স্ট্যাম্পসহ সাবেক চেয়ারম্যান- মো. সিরাজুদ্দৌলাহ (৫৬) ও তার প্রধান সহযোগী মো. কায়সারকে (৪৮) কোস্ট গার্ড আটক করতে সক্ষম হয়। তিনি আরো বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।