২০২৩-২৪ অর্থবছরের ১০ দিনব্যাপী ভিডিপি (পুরুষ ও মহিলা) মৌলিক প্রশিক্ষণ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গতকাল সোমবার এই অনুষ্ঠানে যোগ দিতে তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর পূর্ব পাড়া গ্রামে যান। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম, গণসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মো. আশিকউজ্জামান, মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন এবং উপ-পরিচালক (সমন্বয়) নাজমুছ সালেহীন নূর। এ ছাড়া জেলা ও উপজেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। পরিদর্শন শেষে ভিডিপির ২৯ জন পুরুষ এবং ৩০ জন মহিলাসহ মোট ৫৯ জন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, তরুণরাই দেশের মূল চালিকা শক্তি। যে দেশে তরুণরা সব চেয়ে বেশি ভূমিকা রাখে সমাজ ও রাষ্ট্র গঠনে সেই দেশ তত বেশি উন্নত। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সে রকম একটি কাঠামো রাষ্ট্র দিয়ে রেখেছে। সেই কাঠামোর আন্ডারে আপনারা এই উপজেলার, এই ইউনিয়নে যারা তরুণ আছেন, তারা স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের কাঠামোতে কাজ করার জন্য আপনারা নিজেদের মনস্থির করেছেন। সেই উপলক্ষে নিজেদের গড়ে তুলেছেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা ধীরে ধীরে সমাজ, রাষ্ট্র এবং বাহিনীর একজন সদস্য হিসেবে ভূমিকা রাখতে পারবেন। এই নব বাংলায় যে অভ্যুত্থানর সৃষ্টি হয়েছে, সেই অভ্যুত্থানের সঙ্গে মিলিয়ে কাজগুলো আমরা শুরু করেছি। যেখানে থাকবে না কোনো বৈষম্য, সেখানে থাকবে সহমর্মিতা, মানবিকতা ও সমতা।