আমাদের লড়াই হচ্ছে ভোটের অধিকার ফিরিয়ে আনা
গয়েশ্বর চন্দ্র রায়
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আমাদের লড়াই হচ্ছে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
যতক্ষণ না নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততক্ষণ আমাদের এ লড়াই চলবে। আওয়ামী সরকারের আমলে জনগণ নৌকায় ও ভোট দিতে গিয়ে ভোট দিতে পারে নাই। জনগণের ভোটাধিকার হরণ করেছিল আওয়ামী সরকার। কে কোন দল করেন সেটা আমাদের কাছে ব্যাপার নয়। মত প্রকাশের স্বাধীনতাকে আমরা সম্মান করি। গতকাল সোমবার বিকাল সেমন্তি কনভেনশন হলে কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী মালিক সমিতি নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। তিনি বলেন, আপনাদের যে কোনো সমস্যার সমাধানের আমরা আপনাদের পাশে আছি। আপনারা কোন দলের সেটা আমাদের কাছে বিবেচ্য নয়। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। মাদক আমাদের জন্য অভিশাপ। মাদক নিয়ে কেরানীগঞ্জে পূর্বে অনেক খুনাখুনি সংগঠিত হয়েছে। ভবিষ্যতে আর কেরানীগঞ্জে সেটা হতে দেয়া যাবে না। অনুষ্ঠানে কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হাজী মো. ইমান উল্লাহ (মাস্তান) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী মুজাদ্দেদ আলী বাবু, কেরানীগঞ্জ সিটি ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সাব্বির হোসেন সেলিমসহ দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।