কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি নার্সদের

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে অনতিবিলম্বে উচ্চশিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য নার্সদের মধ্য থেকে মহাপরিচালক, পরিচালক ও কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে পদায়ন করার দাবি জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। আগামী তিন কর্মদিবসের মধ্যে এগুলো বাস্তবায়ন না করা হলে সারা দেশে নার্স ও মিডওয়াইফরা সর্বাত্মক কর্মবিরতি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পরিষদের নেতারা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন পরিষদের আহ্বায়ক ড. মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিলের দায়িত্বশীল পদগুলোতে অধিষ্ঠিত হয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা অব্যাহতভাবে নার্স ও মিডওয়াইফদের তুচ্ছ-তাচ্ছিল্য করে আসছেন। এ ছাড়া, নার্স-মিডওয়াইফরা মাঝে মাঝে ওইসব কর্মকর্তাদের মাধ্যমে কটাক্ষের শিকার হয়ে থাকেন।

নার্সিং বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে এই কর্মকর্তারা প্রায়ই নার্সদের উচ্চশিক্ষা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অবজ্ঞা করে থাকেন। তিনি আরো বলেন, গত ৮ সেপ্টেম্বর একজন বদলি প্রার্থী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি নার্সদের পেশা এবং তাদের চাকরি সম্পর্কে কটূক্তি করেন। তিনি নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেয়া ভুল হয়েছে বলেও মন্তব্য করেন। শরিফুল ইসলাম বলেন, মাকসুরা নূরের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের নার্স ও মিডওয়াইফরা ক্ষোভে ফেটে পড়েন। পরবর্তী সময়ে সব স্তরের নার্স ও মিডওয়াইফদের প্রতিনিধিত্বে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ গঠন করা হয়। প্রশাসন ক্যাডারদের প্রত্যাহারপূর্বক নার্স ও মিডওয়াইফদের পদায়নের লক্ষ্যে এক দফা দাবি আদায়ে গত ৯ সেপ্টেম্বর হতে আন্দোলন করা হচ্ছে। তিনি বলেন, হাসপাতালে রোগীর সেবা অক্ষুণ্ন রেখে নার্স ও মিডওয়াইফরা উল্লিখিত কর্মসূচি পালন করলেও অদ্যাবধি সরকারের পক্ষ থেকে এই যৌক্তিক এক দফা দাবি সম্পূর্ণরূপে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়নি। একটি বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চাই যে, নার্স-মিডওয়াইফদের দাবির পরিপ্রেক্ষিতে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রার পদে সাময়িকভাবে একজন অবসরপ্রাপ্ত নার্সিং কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেছেন। আমরা পরিস্কারভাবে জানিয়ে দিতে চাই, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উত্থাপিত ন্যায়সংগত দাবিটি দেশের সব নার্স ও মিডওয়াইফের প্রাণের দাবি। এই দাবি সম্পূর্ণরূপে বাস্তবায়নের ক্ষেত্রে দেশের নার্স মিডওয়াইফরা কোনো প্রকার ছাড় দেবে না। সংবাদ সম্মেলনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য সচিব ড. মোহাম্মদ নুরুল আনোয়ার, ড. মো. মফিজুল্লাহসহ প্রায় শতাধিক নার্স উপস্থিত ছিলেন।